চাঁদপুরে আরও ৮৬ জনের করোনা সংক্রমণ

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩২ জন, শাহরাস্তির ১৬, মতলব দক্ষিণের ১৩, হাজীগঞ্জের ৯, ফরিদগঞ্জের ৮, হাইমচরের ৭ ও মতলব উত্তরের ১ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ ২ দফায় মোট ১৪৭টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৬ জন।