কুমিল্লায় কোভিডে একজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মারা গেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬০ বছরের এক পুরুষ। উপসর্গ নিয়ে গতকাল রাত ১টা ৫০ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাতাবাড়িয়া এলাকার ৪২ বছরের এক ব্যক্তি, রাত ১০টা ৫৫ মিনিটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬০ বছরের এক ব্যক্তি, গতকাল বেলা ২টা ৩০ মিনিটে কুমিল্লা সিটি করপোরেশনের গোবিন্দপুর এলাকার ৫০ বছরের এক পুরুষ এবং গতকাল সকাল ৭টা ৪৫ মিনিটে কুমিল্লার হোমনা উপজেলার ৬৫ বছরের এক নারী মারা যান।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে এই হাসপাতালে ১২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৬৭ জন ও আইসোলেশন ওয়ার্ডে ৫২ জন।