মতলব দক্ষিণে পুলিশসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজিব কিশোর বণিক জানান, মতলব দক্ষিণ থানার এক উপপরিদর্শক (এসআই), উপজেলা ছাত্রলীগের এক নেতা (২৫), উপজেলার খিদিরপুর এলাকার এক কৃষক (৪৫), চরমুকুন্দি এলাকার এক তরুণ (১৮) ও উত্তর নলুয়া এলাকার এক ব্যক্তি (৪৫) করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আর পরিবারের সদস্যদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন ৫ জনসহ উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বেড়ে হলো ১২৫। আর সুস্থ হয়েছেন ৫০ জন। করোনা পরীক্ষার জন্য এখন পর্যন্ত ৩৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়।