কুমিল্লায় আরও ৮১ জনের করোনা শনাক্ত

মারা যাওয়া ব্যক্তির বাড়ি লাঙ্গলকোট উপজেলায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, আজ কুমিল্লা সিটি করপোরেশনে ২২ জন, চৌদ্দগ্রামে ১৫ জন, লাকসামে ১৩ জন, নাঙ্গলকোট ও বরুড়ায় ৭ জন করে, চান্দিনায় ৫ জন, মনোহরগঞ্জে ৪ জন, বুড়িচংয়ে ৩ জন, আদর্শ সদর ও সদর দক্ষিণে ২ জন করে এবং ব্রাহ্মণপাড়ায় ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লা জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২০ হাজার ৩৪০ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা শহরে মোট ১ হাজার ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৫ জন। আজ নমুনা পাঠানো হয়েছে ২৪২টি। আগের ২৭৭টি নমুনার মধ্যে ৮১টির ফল পজিটিভ পাওয়া গেছে।