নভোএয়ারের টিকিটে ১০শতাংশ ছাড়

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অফারে স্মাইলস সদস্যরা নভোএয়ারের বিক্রয়কেন্দ্র, ওয়েবসাইট, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট কিনতে পারবেন। ৩১ জুলাই পর্যন্ত এই অফারে টিকিট পাওয়া যাবে। টিকেট কিনতে প্রোমোকোড অপসনে “SMILES 7ANN” কোডটি ব্যবহার করতে হবে।
এ ছাড়া যেকোন যাত্রী স্মাইলস গ্রাহক হয়ে এই অফারে টিকিট কিনতে পারবেন। এ জন্য নভোএয়ারের ওয়েবসাইট বা বিক্রয়কেন্দ্র থেকে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩ টি, সৈয়দপুর ৪ টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।