কুমিল্লায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন করে করোনা আক্রান্ত হয় কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৩ জন, চৌদ্দগ্রামের চার জন, দেবিদ্বারের সাত জন, মুরাদনগরের ছয় জন, লাকসামের আট জন, নাঙ্গলকোট ও তিতাসে ছয় জন করে, মনোহরগঞ্জে পাঁচ জন এবং আদর্শ সদর ও সদর দক্ষিণে একজন করে।
এ পর্যন্ত কুমিল্লার ২১ হাজার ২৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফল এসেছে ২০ হাজার ৬২৫টি নমুনার। জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে দুই হাজার ১২৪ জন। নতুন সাত জনসহ এ পর্যন্ত মারা গেছেন ১১৯ জন।