হোল-পাঞ্চ ডিসপ্লে, 5G সাপোর্ট সহ লঞ্চ হল Honor Play 4 ও Honor Play 4 Pro
অবশেষে বাজারে এল Honor Play 4 ও Honor Play 4 Pro। এই দুই নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও 5G কানেক্টিভিটি। এছাড়াও থাকছে ফাস্ট চার্জিং। বিশেষে ভেরিয়েন্টে এই ফোনের পিছনে এআই ক্যামেরার মাধ্যমে মানুষের শরীরের তাপমাত্রা মাপা যাবে।
Honor Play 4 ও Honor Play 4 Pro’র দাম
Honor Play 4’র দাম শুরু হচ্ছে 1,799 ইউয়ান (প্রায় 19,100 টাকা) থেকে। অন্যদিকে Honor Play 4 Pro’র দাম 2,899 ইউয়ান (প্রায় 30,800 টাকা)।
Honor Play 4 স্পেসিফিকেশন
ডুয়াল সিম Honor Play 4-এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.81 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Dimensity 800 প্রসেসর 8GB RAM ও 128GB স্টোরেজ।
ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। 4,300 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং থাকছে।