তিনটি নতুন ফোন নিয়ে এল Nokia; দাম ও স্পেসিফিকেশন
সম্প্রতি তিনটি নতুন ফোন লঞ্চ করেছে HMD Global। এই ফোনগুলি হল Nokia C5 Endi, Nokia C2 Tava ও Nokia C2 Tennen। Nokia C5 Endi’র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ফোনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। অন্যদিকে Nokia C2 Tava ও Nokia C2 Tennen-এর পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। এছাড়াও ডিসপ্লের উপরে ও নীচে থাকছে বেজেল। এই সব ফোনেই Android 10 অপারেটিং সিস্টেম চলবে।
Nokia C5 Endi, Nokia C2 Tava ও Nokia C2 Tennen-এর দাম
Nokia C5 Endi’র দাম 169.99 মার্কিন ডলার (প্রায় 12,700 টাকা)। 3GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Nokia C2 Tennen-এর দাম 69.99 মার্কিন ডলার (প্রায় 5,200 টাকা)। 2GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। সব শেষে Nokia C2 Tava’র দাম 109.99 মার্কিন ডলার (প্রায় 8,300 টাকা)। 2GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Nokia C5 স্পেসিফিকেশন
Nokia C5 Endi-তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে ততেছে Helio P22 চিপসেট 3GB RAM ও 64GB স্টোরেজ। এই ফোনের ট্রিপল ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর থাকছে। এই ফোনে 5,000 mAh ব্যাটারি দিয়েছে কোম্পানি। থাকছে ফেস আনলক সাপোর্ট।
Nokia C2 Tava ও Nokia C2 Tennen স্পেসিফিকেশন
একই ডিজাইন থাকলেও Nokia C2 Tava ও Nokia C2 Tennen-এর দামে অনেকটা পার্থক্য রয়েছে। দুটি ফোনেই 5.45 ইঞ্চি ডিসপ্লে ও Helio P22 চিপসেট থাকছে। 2GB RAM + 32GB স্টোরেজে ই দুই ফোন পাওয়া যাবে।
Nokia C2 Tava ও Nokia C2 Tennen -এর ডুয়াল রিয়ার ক্যামেরায় 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। দুটি ফোনেই 3,000 mAh ব্যাটারি থাকছে। 15 জুন Nokia C2 Tennen বিক্রি শুরু হবে।