মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, বাবা-মা আহত

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তরপাইকপাড়া গ্রামের টুটুল মিয়া গার্মেন্ট শ্রমিক হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় মোটরসাইকেলে করে স্ত্রী লাকি খাতুন ও তাদের মেয়ে গাজিপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী হিমি আকতারকে নিয়ে পারধুনটে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় পারধুনট এলাকায় পাকা সড়কে পৌঁছালে টুটুল মিয়া নিয়ন্ত্রণ হারান। মোটরসাইকেলটি সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তিন জনই আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু হিমি আকতারকে মৃত ঘোষণা করেন।