খিলগাঁওয়ে গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী কারাগারে

শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলো— মো. নুরুজ্জামান সুমন, মো. হিমেল মিয়া ও মো. রকিবুর রহমান অপু ।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শুক্রবার খিলগাঁও থানার মামলায় তদন্ত কর্মকর্তা একদিনের রিমান্ড শেষে এই আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৮ জুলাই এই তিন জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৮ জুলাই খিলগাঁও পশ্চিম নন্দীপাড়ার এক নম্বর রোডের সামনে থেকে এই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।