ঝালকাঠিতে জ্বর–শ্বাসকষ্টে ইউপি সদস্যের মৃত্যু

মারা যাওয়া ওই ইউপি সদস্য হলেন আনোয়ার হোসেন (৪৮)। তিনি রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহামুদ জানান, এক সপ্তাহ ধরে আনোয়ার হোসেন জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁকে আজ সকালে গুরুতর অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা বেশি খারাপ থাকায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তিনি পথেই মারা যান। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করেছে। স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে তাঁর লাশ দাফন করা হবে।