“হোগা নয় ,হোগো’ই সঠিক শব্দ – বোরজা ।
"হোগা নয় ,হোগো'ই সঠিক শব্দ - বললেন নোয়াখালী বিভাগ আন্দলনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বোরজা ।
” আকাশ ভরা তারা ,হোগো মারা সারা ” ছন্দ বলে হোগো’ই আসল শব্দ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রা প্রবাসী নোয়াখালী বিভাগ আন্দলনের যুক্তরাষ্ট্র শাকার অন্যতম সংগঠক মি.বোরজা ।
ফেসবুক দুনিয়াই ইতিমধ্যে তার ছন্দটি অনেক ভাইরাল হয়ে গিয়েছে ,এবং টিকটকে তার এই উক্তিটি দিয়ে অনেক ভক্ত ভিডিও বানাচ্ছেন । সবাই তার এই দাবীকে সমর্থন জানিয়ে ভিডীও পোষ্ট করছেন ।
এর আগে তিনি এক ভিডিও বার্তায় ” নোয়াখালী বিভাগ চাই ” বলে একটি ভিডীও পোষ্ট করেন ,যা মুহুর্তের মধ্যেই অনলাইন দুনিয়াই ভাইরাল হয়ে যায় ।
হোগা মানব শরীরের একটি অবিচ্ছেদ্য একটা অংশ , নোয়াখালীর মানুষ পাচা কে আগে আঞ্চলিক ভাবে হোগা হিসেবে সম্ভোধন করতো কিন্তু বোরজার ভিডিও বার্তার ফলে নোয়াখালীর মানুষ তারা যে ভুল শব্দ উচ্চারণ করে এসছে সেটা বুঝতে পারে । এখন থেকে তারা বোরজার আবিষ্কৃত নতুন শব্দই উচ্চারণ করবে বলে নোয়াখালীর কয়েকজন ভাষাবিধ জানিয়েছেন ।