ফেনীতে আরও ২৯ জনের করোনা শনাক্ত

নতুন করে সংক্রমিত ২১ জনকে ঢাকাসহ অন্যত্র স্থানান্তর করা হয়। বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২৬ জন রোগী ফেনী জেনারেল হাসপাতাল ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ১১ জন, দাগনভূঞার ২ জন, সোনাগাজী পৌর শহরের একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা, দুজন সরকারি কর্মচারীসহ ১০ জন, ছাগলনাইয়া উপজেলার ৩ জন, পরশুরাম উপজেলার ৩ জন রয়েছেন।
জেলায় মোট ৯৯৮ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩৮৯ জন, দাগনভূঞা উপজেলায় ২০৯ জন, সোনাগাজীতে ১৭৩ জন, ছাগলনাইয়া উপজেলায় ১১৭ জন, পরশুরামে ৪৬ জন ও ফুলগাজীতে ৫০ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক তরুণ কোভিড-১৯ রোগে সংক্রমিত হন। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় চাকরি করতেন।
এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৫৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।