গোমতী নদীতে নৌকাডুবি, দুই যুবক নিখোঁজ

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে মাইক্রোবাসে করে দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় আসেন আট তরুণ। পরে স্থানীয় তিন বন্ধুর সঙ্গে সেখানে খাওয়া শেষে একটি ছোট নৌকায় করে নদীর পাশে মাছের প্রজেক্ট দেখতে যান। কিছুক্ষণ পর নদীতে চলমান একটি ট্রলারের ঢেউ এসে ওই নৌকায় ধাক্কা দেয়। এতে অতিরিক্ত বোঝাই হওয়ায় নৌকাটি ডুবে যায়। পরে সাঁতার কেটে মাঝিসহ ১০ জন তীরে উঠে আসেন। কিন্তু সজীব ও অনিক নামে অপর দুই তরুণ নিখোঁজ হন। তারা ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা।
ডুবুরি সিদ্দিকুর রহমান বলেন, সকাল ৬টায় চাঁদপুর থেকে আমরা পাঁচ সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে আসি। ৮টায় উদ্ধার অভিযান শুরু করলেও এখনও পর্যন্ত দুই যুবকের খোঁজ পাইনি।