অসুস্থ এমপি আতাউর রহমানকে ঢাকায় আনলো বিমান বাহিনী

টাঙ্গাইলের সংসদ সদস্য আতাউর রহমান খানকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা ১০ মিনিটের সময় হেলিকপ্টারটি তাকে নিয়ে ঢাকায় পৌঁছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নিউরো জটিলতায় অসুস্থ টাঙ্গাইলের এমপি আতাউর রহমান খানকে শুক্রবার (১০ জুলাই) বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংসদ সদস্য আতাউর রহমান খানের বর্তমান বয়স ৮৩ বছর।