আটকে পড়া ১৬ ভারতীয় নাবিককে গৌহাটি পৌঁছে দিলো নভোএয়ার

নিজ দেশে ফিরে গেলেন আটকে পড়া ১৬ জন ভারতীয় নাবিক। শুক্রবার (১০ জুলাই) নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ভারতের গোহাটিতে ফিরে গেছেন।
জানা গেছে, করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকা পড়েছিলেন ১৬ জন ভারতীয় নাবিক। শুক্রবার নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি তাদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ১৮ মিনিটে গৌহাটি পৌঁছায়।
নভোএয়ার জানিয়েছে, বাংলাদেশ থেকে আসামের রাজধানী গৌহাটিতে এই প্রথম ফ্লাইট পরিচালনা করলো নভোএয়ার।