হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের মাধবপুরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক সিলেট থেকে নারায়ণগঞ্জগামী ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন নিহত হন। গুরুতর আহতাবস্থায় জান্নাতকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। তাদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে।