বেগমগঞ্জে গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি গম জব্দ

একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালকের ছেলে মো. মাসুমকে (৩২) আটক করা হয়েছে। তিনি চৌমুহনী ব্যবসায়ী সমিতির নেতা। গতকাল রোববার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
এনএসআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদে জেলা কার্যালয়ের ডিডি এ বি এম ফারুকের নেতৃত্বে সংস্থার একটি দল চৌমুহনীর দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আবদুল মালেকের গুদামে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে গুদামের ভেতরে ও সামনে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ মেট্রিক টন সরকারি গম পাওয়া যায়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গম জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের পরিচালকের ছেলে মাসুমকে আটক করা হয়। তাঁকে বেগমগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার কামাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশিদ চৌধুরী। অংশ নেন এনএসআইর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মিয়া, জুনিয়র মাঠ কর্মকর্তা আবু তাহের নিজামী ও সিরাজুল ইসলাম।
অভিযানের পরিচালনার বিষয়টি নিশ্চিত করে এনএসআই’র নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।