স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে এই দম্পতির মধ্যে দ্বন্দ্ব চলছিল। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার আসরের নামাজ পড়ার সময় স্ত্রী সামছুন নাহারকে পেছন থেকে ছুরিকাঘাত করেন স্বামী সিরাজুল। গুরুতর অবস্থায় স্ত্রীকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। গ্রামবাসী সামছুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রানীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।