আমি জেকেজির চেয়ারম্যান না: আদালতে সাবরিনা

এ সময় বিচারক সাবরিনাকে জিজ্ঞেস করেন, তার কোনও আইনজীবী আছে কিনা। তখন এক আইনজীবী এসে বলেন, ‘আমি তার আইনজীবী।’ এরপর তার আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
সকাল ১১টা ৪০ মিনিটে বিশেষ নিরাপত্তার মাধ্যমে সাবরিনাকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষ হয় ১১টা ৫০ মিনিটে। এরপর বিশেষ নিরাপত্তা আদালত থেকে নিয়ে যাওয়া হয়।
সোমবার (১৩ জুলাই) সকালে করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলায় গ্রেফতার ডা. সাবরিনা আরিফকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তেজগাঁও থানার এ মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য চার দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন। আদালতে সাবরিনার পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (১২ জুলাই) দুপুরে করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: