বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ, ২ জনের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলো– ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে এ অভিযান চালানো হয়। এ সময় নামী-দামি কোম্পানির বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে দণ্ড দেওয়া হয়।
জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।