পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) নামে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে মামলা করেছেন। কনস্টেবল নয়ন রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, ওই নারী সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। ফেসবুকে ওই পুলিশ সদস্যের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরেই তাদের বিয়ে হয়। তবে তাদের বিয়ের কোনও কাবিননামা ও রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়।
তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে। তদন্তের পর আসল কারণ স্পষ্ট হবে।