সরকার টিকে থাকতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করছে: খসরু

সোমবার বিকেলে বিএনপির মানবাধিকার কমিটির উদ্যোগে ’করোনা মহামারির সময় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ প্রয়োগ’ শীর্ষক এক অনলাইন আলোচনায় আমীর খসরু মাহমুদ এ কথা বলেন। আলোচনায় দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ফারজানা শারমিন প্রমুখ অংশ নেন।
আলোচকেরা ডিজিটাল নিরাপত্তা আইনকে স্বাধীন গণমাধ্যম ও মানবাধিকার পরিপন্থী বলে উল্লেখ করে আইনটি বাতিলের দাবি জানান। একই সঙ্গে এই আইনের আওতায় আটক সাংবাদিক ও ব্যক্তিদের রিমান্ডের নামে নির্যাতন বন্ধের দাবিও করেন।