মাস্কসহ চেহারা শনাক্ত করবে স্পর্শহীন প্রযুক্তি

জেডকেটেকো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রোফেস লাইনআপের সর্বশেষ সংযোজন প্রোফেস এক্স (টিআই) এবং স্পিডফেস প্রোডাক্ট লাইনের সর্বশেষ সংযোজন স্পিডফেস-ভি ৫ এল (টিআই) ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা, স্কুল, স্টেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
চেহারা ও হাতের তালু শনাক্ত পাশাপাশি শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারে প্রোফেস এক্স (টিআই) টার্মিনাল। এতে জেডকেটেকোর কাস্টমাইজ সিপিইউর সঙ্গে সর্বশেষ ফেসিয়াল রিকগনিশন অ্যালগরিদম এবং কম্পিউটার ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি সর্বোচ্চ ৫০ হাজার চেহারা শনাক্তের পাশাপাশি তথ্য সংরক্ষণ করতে পারে শূন্য দশমিক ৩০ সেকেন্ডের কম সময়ে।
স্পিডফেস-ভি ৫ এল (টিআই) সিরিজটিতে রয়েছে ভিজিবল লাইট ফেসিয়াল রিকগনিশনসহ শরীরের তাপমাত্রা নির্ণয়ক টার্মিনাল। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং ফেসিয়াল রিকগনিশন অ্যালগরিদম এবং কম্পিউটার ভিশন প্রযুক্তি। দ্রুত চেহারা শনাক্তের পাশাপাশি ডিভাইসটি কার্যকরভাবে স্বাস্থ্যবিধি সম্পর্কিত যেকোনো উদ্বেগ দূর করতে সহায়তা করবে। অ্যান্টিস্পুফিং অ্যালগরিদম থাকায় কেউ সহজেই ভুয়া ছবি, ভিডিও কিংবা মাস্ক ব্যবহার করে পেরোতে পারে না। এতে আছে হাতের তালু শনাক্তকরণের তিন ধরনের প্রযুক্তি। প্রতিটি হাতের তালু চিহ্নিত করতে শূন্য দশমিক ৩৫ সেকেন্ড সময় নেয় ডিভাইসটি।
বিস্তারিত জানা যাবে জেডকেটেকোর (www.zkteco.com.bd) ওয়েবসাইটে।