বিষণ্নতা থেকে বাঁচিয়েছিল ‘ক্যাপ্টেন মার্ভেল’

মাত্র ৩০ বছরেই হাতে সোনালি অস্কারের স্পর্শ পাওয়া তারকার সংখ্যা হাতেগোনা। রুমখ্যাত হলিউড তারকা ব্রি লারসন তাঁদেরই একজন। টাইম ম্যাগাজিন হিসাব–নিকাশ করে বলেছে, তিনি বর্তমান বিশ্বের ১০০ সেরা প্রভাবশালী ব্যক্তিত্বের একজন। তিন দশক দীর্ঘ জীবনে যাঁর এত অর্জন, তিনিও কিনা ভুগেছেন বিষণ্ণতায়! আর ব্রিকে বিষণ্ণতা থেকে মুক্তি দিয়েছিল ক্যাপ্টেন মার্ভেল।
লকডাউনে অন্য অনেকের মতোই ইউটিউব চ্যানেল খুলেছেন… বিস্তারিত