ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৫ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার (৬ জুলাই) আরও ২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৮৫ জনে। রাত ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
সিভিল সার্জন সাংবাদিকদের জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৯টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে কোভিড ১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৩, নাসিরনগরে ১০, নবীনগরে ১ ও আশুগঞ্জে ১ জন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪০ জন। হোম এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৯৬৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন।