মুখে হাত দিতে গেলেই সতর্ক করবে ঘড়ি

আমরা বিভিন্ন কারণে মুখমণ্ডলে হাত দিই। কিন্তু করোনা মহামারির সময়ে এ অভ্যাস মোটেও ভালো নয়। এসব সাধারণ অভ্যাস মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। কারণ, হাতে থাকা করোনার জীবাণু চোখ, নাক, মুখে চলে যেতে পারে। তাই মুখমণ্ডলে হাতের স্পর্শ ঠেকাতে একটি বিশেষ ঘড়ি আবিষ্কার করেছে কিশোর ম্যাক্স মেলিয়া (১৫)। ভিবপ্রো নামের ঘড়িটি অবচেতনভাবে মুখমণ্ডলে হাত দেওয়া বন্ধে সাহায্য করবে। এতে করোনার সংক্রমণ থেকে… বিস্তারিত