নারকেল পাড়ার ‘যন্ত্র’ বানর

থাইল্যান্ডে গাছ থেকে নারকেল পাড়তে বন্য প্রাণী বানরকে ব্যবহার করছে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব নারকেল দিয়েই পরে তৈরি করা হচ্ছে পানীয়, তেল ও অন্যান্য পণ্য। বিষয়টি জানাজানির পর দেশটির বিপণিবিতানগুলো ওই সব পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, বানরের কঠোর শ্রম বন্য প্রাণী কল্যাণ নীতির লঙ্ঘন। তাই তারা এ রকম পণ্য দোকানে রাখবে না।
থাইল্যান্ডের বন্য প্রাণী অধিকার সংরক্ষণ প্রতিষ্ঠান পিপল ফর দ্য… বিস্তারিত