মোবিলের বোতলে ইয়াবা!
রবিবার (১৭ জানুয়ারি) বিষয়টি জানান গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম।
মাহবুবুল আলম জানান, রমনা পার্কের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হাবিব জানায়, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বাস ও ট্রাকে ঢাকায় নিয়ে আসতো। এরপর কাওরান বাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।